SARISHABARI COLLEGE

সরিষাবাড়ী, জামালপুর

December 2023

 

অনার্স ৩য়বর্ষ ফরমপূরণ/২০২২ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি :

সরিষাবাড়ী কলেজের ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ ( নিয়মিত, অনিয়মিত/ গ্রেড উন্নয়ন) ফরমপূরণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক আগামী ০২/০১/২০২৪ ইং তারিখ হতে ৩১/০১/২০২৪ইং তারিখ পর্যন্ত চলবে শর্তাবলী অনুসারে সকল বিষয়ে ইচ্ছুক শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি, কেন্দ্র ফিসহ মোট ৩৫০০.০০ (তিন হাজার পাঁচশত) টাকা উক্ত ফিসের সঙ্গে কলেজের বকেয়া পাওনা যোগ হয়ে সর্ব মোট নির্ধারণ হবে মান্নোনয়ন পরীক্ষার্থীদের এক বিষয়ের জন্য অর্ন্তভূক্তি ৩০০.০০ টাকাসহ মোট ১৫০০.০০ টাকা , একাধিক পত্র থাকলে আরও ৩০০.০০ টাকা যোগ হবে । C-Promoted পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি-এর অতিরিক্ত বিশেষ অন্তর্ভুক্তি ফি বাবদ ১০০০.০০ টাকা ।  পরীক্ষার ফি কলেজের বকেয়াসহ সকল  ফিসের টাকা রুপালী ব্যাংক লিঃ সরিষাবাড়ী শাখা ( শিমলা বাজার) কলেজের চলতি হিসাব নং ১৫৯৯- জমা পূর্বক ব্যাংক জমা রশিদের কপি কলেজে জমা দিয়ে ফরমপূরণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হলো সকল তথ্য কলেজ নোটিশ বোর্ডে দেয়া আছে

 

বি:দ্রষ্টব্যঃ অনার্স ৩য়বর্ষ ইনকোর্স পরীক্ষা আগামী ২৩/০১/২০২৪ ইং তারিখে সকাল ১০(দশ) টায় অনুষ্ঠিত হবে

 

- আদেশক্রমে

মোঃ ছরোয়ার জাহান

       অধ্যক্ষ

সরিষাবাড়ী কলেজ ।

তারিখ: ২৩/০১/২০২৪খ্রি. ।


 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ম বর্ষ স্নাতক পাস শ্রেণিতে ১মরিলিজ স্লিপে ভর্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি!!!

সরিষাবাড়ী কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে  ডিগ্রী পাসকোর্সে ১ম বর্ষ স্নাতক পাস শ্রেণিতে ১ম রিলিজ স্লিপের মেধার তালিকার ভর্তির কার্যক্রম আগামী ১৩/১২/২০২৩ ইং তারিখ হতে ২০/১২/২০২৩ ইং তারিখ পর্যন্ত চলবে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ( www.nu.ac.bd/admissions) থেকে ভর্তি ফরম পূরণ প্রিন্ট কপি করে উক্ত ফরমের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র , সদ্যতোলা পাসপোর্ট সাইজের পাঁচ কপি রঙ্গিন ছবি এবং ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্রের তিনসেট ফটোকপি ভর্তির আবেদন ফি, সেসনচার্জ বেতন বাবদ এককালীন সর্ব মোট ২৫০০.০০ টাকা ( দুই হাজার পাঁচশত) টাকা মাত্র কলেজের চলতি হিসাব নম্বর ১৫৯৯ রুপালী ব্যাংক লিঃ সরিষাবাড়ী ( শিমলাবাজার) শাখায় জমা করে ব্যাংকজমা রশিদের কপিসহ ভর্তি সংক্রান্ত কাগজপত্র একসাথে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হলো

আদেশক্রমে

মোঃ ছরোয়ার জাহান

    অধ্যক্ষ

সরিষাবাড়ী কলেজ

সরিষাবাড়ী, জামালপুর

তারিখ: ১২/১২/২০২৩খ্রি.


যোগাযোগের ফর্ম

Name

Email *

Message *

Zahid. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget