অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত সরিষাবাড়ী কলেজটি তার যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে সাধারণ মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে অসাধারণ ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করছে।
গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা ও ক্লাব কার্যক্রমকে এই প্রতিষ্ঠান উৎসাহিত করে থাকে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প, ডিজিটাল বাংলাদেশ গঠন, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে।
এই প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে এবং ২০২৩ সালে কলেজ পর্যায়ে জামালপুর জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে পুরস্কার লাভ করে। তাছাড়া অত্র কলেজের অধ্যক্ষ ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কার পেয়েছেন। আমার বিশ্বাস অতি শীঘ্রই এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহ বিভাগের একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
আমাদের এই স্বাপ্নিক যাত্রায় আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গুনীজণ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশিষ্ট সকলের ঔকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি।
মোঃ ফরিদুল কবীর তালুকদার (শামীম)
সভাপতি
সরিষাবাড়ী কলেজ,
সরিষাবাড়ী, জামালপুর।
Post a Comment