এতদ্বারা ২০২৩ -২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জানান যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থী ময়মনসিংহ বোর্ডের অধীনে সরিষাবাড়ী কলেজে মেধা তালিকায় চূড়ান্তভাবে শাখা ভিত্তিক নির্বাচিত ( চান্স ) হয়েছে শুধু তারাই একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। মেধা তালিকায় নির্বাচিত ( চান্স পাওয়া ) শিক্ষার্থীদেরকে আগামী ২৬/০৯/২০২৩ ইং থেকে ০৫/১০/২০২৩ ইং তারিখের মধ্যে ভর্তি ফি, সেশন চার্জ, কলেজের বেতন ও অন্যান্য ফিসহ সর্বমোট ২৫০০.০০ ( দুই হাজার পাঁচশত) টাকা মাত্র, কলেজের ব্যাংক জমা রশিদের মাধ্যমে রুপালী ব্যাংক লিঃ, সরিষাবাড়ী শাখা ( শিমলা বাজার ) চলতি হিসাব নং ১৫৯৯-এ জমা পূর্বক কলেজ থেকে নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করে পূরণ পূর্বক নিম্নে উল্ল্যেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিয়ে ভর্তির নির্দেশ দেয়া হলো।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি !!
আদেশক্রমে
অধ্যক্ষ
মোঃ ছরোয়ার জাহান
সরিষাবাড়ী কলেজ।
তারিখ: ২৪.০৯.২০২৩ খ্রি.।
( বিশেষ দ্রষ্টব্য: আগামী ০৮/১০/২০২৩খ্রি. হতে একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ক্লাশ রুটিন মোতাবেক শুরু হবে ।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. একাডেমিক ট্রান্সক্রিপ্ট মূলকপি এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট –এর ফটোকপি ৩(তিন) কপি ।
১. প্রশংসাপত্র মূলকপি এবং প্রশংসাপত্রের ফটোকপি ৩(তিন) কপি ।
৩.এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 0১ (এক) কপি ।
৪. পাসর্পোট সাইজের রঙ্গিন ছবি ৪ (চার) টি ।
৫. পাঠ বিরতি থাকলে ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক পাঠ বিরতির সনদ ।
৬. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি একটি এবং পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি একটি করে
ভর্তির সময় একজন শিক্ষার্থী নিম্নরুপ শাখা নির্বাচন করতে পারবেঃ
(ক) বিজ্ঞান শাখা হতে উর্ত্তীণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার যে কোন একটিতে ভর্তি হতে পারবে ।
(খ) মানবিক শাখা হতে উর্ত্তীণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার যে কোন একটিতে ভর্তি হতে পারবে ।
(গ) ব্যবসায় শিক্ষা শাখা হতে উর্ত্তীণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার যে কোন একটিতে ভর্তি হতে পারবে ।
(ঘ) বিজ্ঞান, ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা চর্তুথ বিষয় কৃষি শিক্ষা নিতে পারবে না, তবে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা চর্তুথ বিষয় পরিসংখ্যান নিতে হবে ।
Post a Comment