অনার্স ২য়বর্ষ ফরমপূরণ/২০২২ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি :
সরিষাবাড়ী কলেজের ২০২২সালের অনার্স ২য় বর্ষ ( নিয়মিত, অনিয়মিত/ গ্রেড উন্নয়ন) ফরমপূরণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক আগামী ১৮/০৯/২০২৩ ইং তারিখ হতে ১৫/১০/২০২৩ইং তারিখ পর্যন্ত চলবে । শর্তাবলী অনুসারে সকল বিষয়ে ইচ্ছুক শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি, কেন্দ্র ফিসহ মোট ৩৫০০.00 (তিন হাজার পাঁচশত) টাকা উক্ত ফিসের সঙ্গে কলেজের বকেয়া পাওনা যোগ হয়ে সর্ব মোট নির্ধারণ হবে । মান্নোনয়ন পরীক্ষার্থীদের এক বিষয়ের জন্য অর্ন্তভূক্তি ৩০০.০০ টাকাসহ মোট ১৫০০.০০ টাকা , একাধিক পত্র থাকলে আরও ৩০০.০০টাকা যোগ হবে । পরীক্ষার ফি ও কলেজের বকেয়াসহ সকল টাকা রুপালী ব্যাংক লিঃ সরিষাবাড়ী শাখা ( শিমলা বাজার) কলেজের চলতি হিসাব নং ১৫৯৯-এ জমা পূর্বক ব্যাংক জমা রশিদের কপি কলেজে জমা দিয়ে ফরমপূরণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হলো। সকল তথ্য কলেজ নোটিশ বোর্ডে দেয়া আছে ।
বি:দ্রষ্টব্যঃ অনার্স ২য়বর্ষ ইনকোর্স পরীক্ষা আগামী ০৭/১০/২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত হবে ।
- আদেশক্রমে
মোঃ ছরোয়ার জাহান
অধ্যক্ষ
সরিষাবাড়ী কলেজ।
তারিখ: ১৪.০৯.২০২৩ খ্রি.
Post a Comment